হোম > সারা দেশ > গাজীপুর

বিদ্যুৎ কর্মীদের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জ পল্লী বিদ্যুতে কর্মরত কর্মীদের অদক্ষতা ও অবহেলার কারণে ঘরের চালের টিন বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি না জেনে টিনের চালে উঠে বিদ্যুতায়িত হয়ে মারা যায় শামীম শেখ (১০) নামের এক শিশু। গত সোমবার সন্ধ্যায় উপজেলার জাংগালিয়া এলাকার শেখ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শামীম শেখ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও সে সৌদিপ্রবাসী জাহাঙ্গীর শেখের ছেলে।

মঙ্গলবার সকালে নিহতের চাচা আব্দুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় ঘরের চালের সামনের অংশের ছাদের পাইপ থেকে পাতা পরিষ্কার করার জন্য বারান্দার টিনের চালে ওঠে শামীম। পরে ঘরের চালে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলেন, রোববার রাতে কালবৈশাখীর কারণে ঘরের পেছনে থাকা পল্লী বিদ্যুতের একটি কাঠের খুঁটি ভেঙে যায়। আমরা জাংগালিয়া পল্লী বিদ্যুতে কর্মরত কর্মীদের বিষয়টি অবগত করি। বিদ্যুৎ কর্মী সরেজমিনে এসে নতুন খুঁটি লাগানোর কথা বলে ভাঙা খুঁটিতেই বিদ্যুতের সংযোগ দিয়ে যান। ওই খুঁটি থেকে সংযোগ দেওয়ার পর জাহাঙ্গীরের ঘরে লাগানো মিটারে বিদ্যুতের লাইন আসেনি। ভাঙা খুঁটিতে বিদ্যুতের লাইন দেওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের।

এ বিষয়ে জানতে চাইলে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আকতার হোসেন বিদ্যুতের খুঁটি ভাঙার বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই খুঁটি থেকে ৫টি মিটারের সংযোগ ছিল। কাভার তার থাকার কারণে গ্রাহকদের অনুরোধে ভাঙা খুঁটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। ঘরের চাল বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। আমি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি