হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে নারী পোশাককর্মীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি

নিহত পোশাক কর্মীর স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

গাজীপুরে এক নারী পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। গাজীপুর মহানগরীর সালনা ইপসা গেট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পোশাককর্মীর নাম শারমিন আক্তার। তিনি ময়মনসিংহ জেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুল হকের মেয়ে। তিনি মহানগরীর সদর মেট্রো থানাধীন পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থাকতেন। সেখানে স্থানীয় প্রীতি গার্মেন্টসে কাজ করতেন তিনি।

নিহতের স্বজনদের অভিযোগ, শারমিন আক্তার গত বৃহস্পতিবার ডিউটি শেষ করে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন। তিনি বাড়ির পাশে পৌঁছালে স্বামী তাঁকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জিএমপির সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১