হোম > সারা দেশ > গাজীপুর

মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী-শ্বশুর পলাতক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে ঘরের মেঝে থেকে আলেয়া বেগম (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী মোজাম্মেল হোসেন (২২) ও শ্বশুর আবুল হোসেন (৫০) পলাতক রয়েছেন।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একই দিন সকালে কালিগঞ্জ পৌর এলাকার উত্তরগাঁও গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ করে পুলিশ।

নিহত আলেয়া ওই গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী। তাঁরা স্বামী-স্ত্রী নিজের বাড়ির পাশের মতিউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গতকাল মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন। পরে রাত আনুমানিক ১টার দিকে স্ত্রী গলায় ফাঁসি দিয়েছে বলে চিৎকার করে মোজাম্মেল। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ নিচে নামিয়ে থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে এসে মার দেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করে। এ সময় মোজাম্মেল ও আবুল হোসেনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এসআই বলেন, হত্যা না আত্মহত্যা এই বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিক সুরতহালে মরদেহের গলায় কাল দাগ পাওয়া গেছে।

ওসি মো. আলাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আপাতত থানায় অপমৃত্যুর মামলা হচ্ছে। নিহতের বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি