হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রতিনিধি

টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোকন (৩২) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর আবদুল্লাহপুর সেতুর পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১।

র‍্যাব জানায়, রোকন একজন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক কারবারি, ধর্ষণ, হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১ (এএসিপি) এর মুশফির রহমান তুষার জানান, রোকন টঙ্গীর চিহ্নিত মাদক কারবারি। সে টঙ্গীর হাজি মাজার বস্তিতে মাদকের ব্যবসা করত। দীর্ঘদিন যাবৎ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সোমবার দিবাগত রাতে মাদকদ্রব্য বেচাকেনার সংবাদ পায় র‍্যাব। পরে সেখানে অভিযান চালালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি গুলি চালান রোকন। এ সময় র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে রোকন গুলিবিদ্ধ হন।

এ সময় অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় রোকনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ