হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রতিনিধি

টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোকন (৩২) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর আবদুল্লাহপুর সেতুর পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১।

র‍্যাব জানায়, রোকন একজন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক কারবারি, ধর্ষণ, হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১ (এএসিপি) এর মুশফির রহমান তুষার জানান, রোকন টঙ্গীর চিহ্নিত মাদক কারবারি। সে টঙ্গীর হাজি মাজার বস্তিতে মাদকের ব্যবসা করত। দীর্ঘদিন যাবৎ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সোমবার দিবাগত রাতে মাদকদ্রব্য বেচাকেনার সংবাদ পায় র‍্যাব। পরে সেখানে অভিযান চালালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি গুলি চালান রোকন। এ সময় র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে রোকন গুলিবিদ্ধ হন।

এ সময় অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় রোকনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব