হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কেউ মানুক আর না মানুক, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ: জাহাঙ্গীর

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কেউ মানুক আর না মানুক, তিনি এবং তাঁর পরিবার জন্মগতভাবেই আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। 

আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি। 

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক, সেটা তাদের ব্যাপার। আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি, এখনো আওয়ামী লীগেই আছি।’ 

জাহাঙ্গীর আরও বলেন, ‘আজ অন্য কোনো কথা বলব না। শুধু এটুকুই বলব, আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, আমাদের নেত্রীর বাড়িতে এসেছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার কাছে আমরা সহযোগিতা চাই।’ 

গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, ‘গাজীপুর নগরীর উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করব। সবার সাথেই মিলেমিশে কাজ করব।’ 

এর আগে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় গাজীপুরের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি