হোম > সারা দেশ > গাজীপুর

ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ: সেই মায়ের দাফন সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি

ছেলে আফসান ওহির সঙ্গে মা আফসানা আক্তার প্রিয়ার ছবিটি এখন শুধুই স্মৃতি। ছবি: সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত আফসানা আক্তার প্রিয়ার (৩০) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামে তাঁর লাশ পৌঁছায়। পরে রাত ৩টার দিকে দাফন সম্পন্ন হয়।

আফসানা মেদী আশুলাই গ্রামের ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী। তাঁদের ছেলে আফসান ওহি (৯) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে। গত সোমবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ছেলে অক্ষতভাবে ফিরে এলেও নিখোঁজ হন আফসানা। ওদিন ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন তিনি। নিখোঁজের চার দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়।

আফসানার পরিবারের সদস্যরা জানান, ছেলে আফসান ওহি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র। অন্যান্য দিনের মতো সেই দুর্ঘটনার দিন দুপুরে ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন আফসানা। ছেলের ছুটির অপেক্ষায় তিনি অভিভাবকদের কক্ষে অবস্থান করছিলেন। স্কুলে ছুটির ঘণ্টা বাজলেই ছেলেকে নিয়ে বাসায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ বদলে গেল সবকিছু। ঠিক যেখানে তিনি বসে ছিলেন, তার খুব কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে সর্বগ্রাসী আগুন, চারপাশে ধোঁয়া আর কান্নার রোল। এ সময় অভিভাবকেরা তাঁদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন।

আফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ভাবি ও ওহিকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মাকে কোথাও পাওয়া যায়নি।’ তিনি জানান, গত মঙ্গলবার আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগম ঢাকার সিএমএইচে সিআইডির কাছে ডিএনএ নমুনা দিয়ে আসেন। পরে ডিএনএ পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। খবর পেয়ে গতকাল বিকেলে লাশ আনতে সিএমএইচে যান স্বজনেরা। এদিন দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে আফসানার দাফন সম্পন্ন হয়।

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার