হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে তুলা ভরা চলন্ত ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তুলা ভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা তুলা পুড়ে গেছে।

ট্রাক চালক কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ থেকে ট্রাকে তুলা ভরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছালে অন্যান্য গাড়ির চালকেরা ট্রাকের পেছনে আগুন লাগার কথা জানান। পরে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজেন্দ্রপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়।’ 

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বলেন, ‘পণ্যবাহী ট্রাকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য