হোম > সারা দেশ > গাজীপুর

ব্যাংকের সিঁড়ির নিচে শিশু, পাশেই ছিল ফিডার ও জামাকাপড়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি বেসরকারি ব্যাংকের সিঁড়ির নিচ থেকে তিন মাস বয়সী একটি কন্যাশিশু উদ্ধার হয়েছে। শিশুটির কোনো অভিভাবক না পাওয়ায় তাকে ঢাকার আজিমপুর সোনামনি নিবাসে হস্তান্তর করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ব্যাংকটির সিঁড়ির নিচ থেকে একটি শিশুর কান্না শোনা যায়। পরে ব্যাংকের নিরাপত্তারক্ষী ও উপস্থিত লোকজন কোনাবাড়ী থানায় খবর দেন। পুলিশ এসে শিশুটিকে নিয়ে যায়। 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা জানান, সিঁড়ির নিচে একটি শিশুকে কাঁদতে থেকে স্থানীয়রা থানায় খবর দেন। শিশুটির বয়স আনুমানিক তিন মাস। উদ্ধারের সময় শিশুটির পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের মধ্যে দুধের ফিডার ও কিছু জামাকাপড় আছে। 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শিশুটি উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটি সুস্থ আছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করাসহ নানাভাবে শিশুটির বাবা-মাকে খোঁজা হয়েছে। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ শিশুটিকে ফেলে রেখে চলে গেছে। এ কারণে বিকেলে শিশুটিকে ঢাকার আজিমপুর সোনামনি নিবাসে পৌঁছে দেওয়া হয়েছে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা