হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব হোসেন (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ঘাগটিয়া চালা তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রাম মৃধা বাড়ি মো. রুকন উদ্দীন মৃধার ছেলে এবং চরদুর্লভখান আ. হাই সরকার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে রাজিব মোটরসাইকেলে করে উপজেলার ঘাগটিয়া চালা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময়ে মোটরসাইকেল ছিল তার দুই সহপাঠী শামীম ও আ. রহিম। এ সময় তারাও গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। শামীম ও আ. রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপার কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০