হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগের ২ নেতার ওপর হামলা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের রথখোলা এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগের ২ নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তাঁরা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার এ ঘটনায় জিএমপির সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আহত দুজন হলেন—গাজীপুর মহানগর আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মো. হাফিজুল হক (৩৩) ও সদর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. রাজা সরকার (২৮)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে ওই দুই নেতা মহানগরীর রথখোলা এলাকায় দলীয় কার্যক্রমে ব্যস্ত ছিলেন। এ সময় কতিপয় সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, সুইজ গিয়ার, ছুড়ি ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁদের হাত, মাথা, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় মো. হাফিজুল হক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, রথখোলা এলাকায় হামলার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ