হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগের ২ নেতার ওপর হামলা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের রথখোলা এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগের ২ নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তাঁরা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার এ ঘটনায় জিএমপির সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আহত দুজন হলেন—গাজীপুর মহানগর আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মো. হাফিজুল হক (৩৩) ও সদর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. রাজা সরকার (২৮)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে ওই দুই নেতা মহানগরীর রথখোলা এলাকায় দলীয় কার্যক্রমে ব্যস্ত ছিলেন। এ সময় কতিপয় সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, সুইজ গিয়ার, ছুড়ি ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁদের হাত, মাথা, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় মো. হাফিজুল হক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, রথখোলা এলাকায় হামলার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা