হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে ফল ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে মোমেন শেখ (৫০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে মহানগরীর হানকাটা এলাকায় জয়দেবপুর-আজমতপুর-ইটাখোলা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মোমেন শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানি গ্রামের ওসমান আলী শেখের ছেলে। তিনি কালীগঞ্জের জাঙ্গালিয়া বাজারে ফলের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র, পুলিশ ও নিহতের স্বজনেরা বলেন, মোমেন শেখ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ফল কিনে জাঙ্গালিয়া বাজারে নিয়ে বিক্রি করতেন। আজ শুক্রবার ভোরে তিনি অটোতে করে ফল কিনতে চান্দনায় যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর হানকাটা ব্রিজের কাছে গেলে একটি পিকআপে চড়ে আসা চার-পাঁচ যুবক তাঁর পথ রোধ করেন। এ সময় তাঁরা মোমেনের কাছে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে রড দিয়ে মোমেনের বুকে-পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বলেন, ‘আমার ভাইয়ের কাছে টাকা ছিল, এটা হয়তো কোনোভাবে ছিনতাইকারীরা জানতে পেরেছিল। মারা যাওয়ার পর মোমেন শেখের লুঙ্গির কোচরে টাকা বাঁধা পাওয়া গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুচালো কিছুর আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ