হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কারাগারে বন্দী যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপন তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাঁকে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি দেন।

গাজীপুর জেলা কারাগার সূত্র জানায়, আদেশ প্রাপ্তির পর কারা কর্তৃপক্ষ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন যুবলীগ নেতা রিপন।

গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্রীপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী যুবলীগ নেতা মো. তরিকুল ইসলাম রিপন (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

গাজীপুর জেলা পুলিশের উপপরিদর্শক ফিরোজ আহমেদ বলেন, বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টার প্যারোলে মুক্তির নির্দেশনা পেয়ে তাঁকে নিরাপত্তা দিয়ে মায়ের মরদেহ দেখতে এবং জানাজা পড়ার সুযোগ করে দেওয়া হয়।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, প্যারোলে মুক্তির আদেশ পেয়ে তরিকুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতার মা নূরুন্নাহার মারা যান।

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার