হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে হরতালের সমর্থনে মশাল মিছিল

বিএনপির ডাকা দুই দিনের হরতালের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর পৌর শহরের ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মশাল মিছিল করা হয়। মিছিলে বিএনপির কিছু নেতা-কর্মী অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে কিছুক্ষণ অবস্থান নেন। 

কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান মশাল মিছিলে নেতৃত্ব দেন।

মশাল মিছিলে অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, পৌর যুবদলের সদস্যসচিব আবু তাহের প্রধান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিবুল আলম ব্যাপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলনসহ দলের নেতা-কর্মীরা। 

কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘আগামীকাল রোববার সকাল থেকে দুই দিনব্যাপী হরতালের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। আন্দোলনকে বেগবান করতে নেতা-কর্মীরা দলবলে এসেছে।’ 

মাওনা হাইওয়ে থানার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মশাল মিছিলের বিষয়টি শুনেছি। পুলিশের উপস্থিত পেয়ে ওরা মহাসড়ক ছেড়ে চলে যায়।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি