হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ দুজন আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কোটি টাকা মূল্যের মাদকসহ (ক্রিস্টাল মেথ) দুজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার আটক করার পর আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

আটক দুজন হলেন গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার বাউপাড়া এলাকার মো. সোহাগ খান (২৮) এবং একই থানার টেক কাথোরা (বাঁশবাড়ী) এলাকার মো. মোশারফ (৪৪)।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার (ডিবি, উত্তর) মুহাম্মদ কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর মেট্রো থানার টেক কাথোরা এলাকায় অভিযান চালায়। একটি বাড়িতে নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ বা আইস আছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ শ গ্রাম আইসসহ দুজনকে আটক করা হয়। যার মূল্য প্রায় কোটি টাকা।

মুহাম্মদ কামাল আরও বলেন, মাদকদ্রব্য চোরাচালান চক্রের সহায়তায় এই মাদক তাঁরা কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে কিনেছেন বলে আসামিরা জানান। পরে তাঁরা গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

ডিবির এই কর্মকর্তা বলেন, সদর মেট্রো থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি