হোম > সারা দেশ > গাজীপুর

‘আগুন আগুন চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় দৌড়ে আসি’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

জাকির হোসেন। ছবি: আজকের পত্রিকা

‘আগুন আগুন চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় এসে দেখি বাসে আগুন জ্বলছে। দ্রুত আহত কয়েকজনকে অটোরিকশায় করে হাসপাতালে পাঠাই। বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে এই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করি। পরে বাসে উঠে দেখি একজন শিক্ষার্থীর নিথর দেহ পড়ে রয়েছে বাসের ফাঁকা জায়গায়। কয়েকজন মিলে আগুনে পোড়া লাশ নিচে নামাই।’

আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জাকির হোসেন এসব কথা বলছিলেন।

জাকির হোসেন আরও বলেন, ‘কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে অটোরিকশাযোগে হাসপাতালে পাঠানো হয়। এরপর পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাসে উঠে দেখি ভেতরে একজনের লাশ পড়ে রয়েছে। কয়েকজন মিলে আগুনে পোড়া সেই লাশ নিচে নামাই।’

ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বৈদ্যুতিক তারে জড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাস বৈদ্যুতিক তারে জড়িয়ে মোস্তাকিম রহমান মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান সাকিব নামের তিন শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০