হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ১৩ ঘণ্টা ধরে জ্বলল তুলার গুদাম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের তুলার গুদামে আগুন লাগার প্রায় ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তাঁরা। এর আগে সোমবার দিবাগত রাত ১২টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে গুদামের প্রায় ৪ কোটি টাকার তুলা পুড়ে গেছে বলে দাবি করেছে মালিক পক্ষ।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় সাফারি পার্ক সড়কে অবস্থিত ওই কারখানায় সোমবার দিবাগত রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে গাজীপুরের শ্রীপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং পরে মহানগরীর জয়দেবপুর স্টেশন থেকে দুটি এবং শ্রীপুর থেকে আরও একটি মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গুদামের ভেতরে বিপুল পরিমাণ তুলা মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণ বেগ পেতে হয়। পরে প্রায় ১৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘প্রায় ১৩ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগুন এখন যে অবস্থায় আছে তা অন্য কোথাও ছড়াতে পারবে না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’ 

এদিকে সামিম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক বলেন, ‘আমাদের লোকজন রাত ১২টার দিকে গুদামে আগুন দেখতে পায়। পরে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে মঙ্গলবার ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’

এ সময় তিনি দাবি করে বলেন, ‘আগুন প্রাথমিকভাবে সাড়ে তিন শ থেকে চার শ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। পূর্ণাঙ্গ হিসাব করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’ 

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

বরমী বাজার: দুই ঘণ্টার হাটে কয়েক লাখ টাকার শাকসবজি বেচাকেনা