হোম > সারা দেশ > গাজীপুর

জমি নিয়ে বাগ্‌বিতণ্ডায় ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানাপ্রাচীর নিয়ে বাগ্‌বিতণ্ডায় মো. মোবারক হোসেন (৪০) নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

মৃত মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ১০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন।

আহতরা হলেন মৃতের ভাই মো. আলম, বোন খালেদা (৩০), প্রতিবেশী রফিকুল ইসলাম (৩৫) ও হাদিউল ইসলাম (৩০)।

মৃতের স্বজনেরা জানান, প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে হাদিউল মোবারককে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।

মৃতের প্রতিবেশী ও সিংহশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিউল ইসলাম জানান, কয়েক দিন আগে মোবারক হোসেন বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। আজ সকালে তাঁর বাড়ির পাশের জমির আইলে গাছ লাগানো নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে হাদিউল ও রফিকুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাদিউল মোবারককে ছুরি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে তিনি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। পরে মোবারককে গুরুতর আহতাবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘আমরা খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি