হোম > সারা দেশ > গাজীপুর

জঙ্গলে পড়ে ছিল নারীর লাশ, মাথায় আঘাতের চিহ্ন

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক নারীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নে ভেরমতলী হাঁসিখালী গ্রামের তারাবাইদ ব্রিজের দক্ষিণ পাশের জঙ্গল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মাওনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দুলাল হোসেন বলেন, ‘আজ বুধবার সকালে ওই বনের ভেতর দিয়ে চলাচলকারী লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পাই।’ 

তিনি বলেন, ওই নারীকে মাথায় কুপিয়ে হত্যার পর মরদেহ জঙ্গলে ফেলে গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানা-পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে। 

তিনি আরও জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা জানান, ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। নিহত নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব