হোম > সারা দেশ > গাজীপুর

সকালে ভোটার উপস্থিতি কম টঙ্গীর কেন্দ্রগুলোতে 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে গাজীপুর-২ আসনের (গাজীপুর সদর-টঙ্গী) টঙ্গীর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়েছে কম। 

রোববার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয়, রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও মজিদা সরকারি উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল আজ সকাল ১০টায় টঙ্গীর নোয়াগাঁও এলাকার নিজ বাসভবনের সামনের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন বলে জানা গেছে। সেখানেও ভোটারদের উপস্থিতি কম। দু-একটি বুথে দুই-চারজন ভোটার ভোট দিতে এসেছেন। 

টঙ্গীর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন বলেন, ‘শীতের সকাল হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম। আমার কেন্দ্রে সব প্রার্থীর পোলিং এজেন্ট নেই। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’ 

উল্লেখ্য, গাজীপুর-২ আসনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় পার্টির জয়নাল আবেদিনসহ আরও চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। 
এ ছাড়া তরিকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা প্রতীকের ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

আসনটিতে মোট ভোটার ৭ লাখ ৭৯ হাজার ৭২৬ জন।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত