হোম > সারা দেশ > গাজীপুর

নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করা হবে। আন্দোলনে একজন ছেলের পাশাপাশি নারীর ভূমিকা কোনো অংশেই কম ছিল না বলে মন্তব্য করেন তিনি।

‎আজ শুক্রবার বেলা ৩টায় গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন। গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে নিহত হন নাফিসা।

শারমীন এস মুরশিদ বলেন, ‘প্রায় এক বছর আগে ‘জুলাই’ আন্দোলন শেষ হয়েছে। আমি এখনো পর্যন্ত শহীদদের পরিবারের কাছে যেতে পারিনি। তবে রাষ্ট্রীয়ভাবে কিংবা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে যে অনুদান নাফিসার বাবাকে দেওয়া হয়েছে, তা তিনি সঠিকভাবে পেয়েছেন। এ ছাড়া এখানে আরও একজন শহীদ সানজিদ হোসেনের বাবা এসেছেন, তিনিও সঠিকভাবে অনুদানের অর্থ পেয়েছেন।’ তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, তবে আমরা চেষ্টা করছি, সকল শহীদের পরিবারের কাছে পৌঁছানোর। নাফিসার বাবা জুলাই শহীদদের সনদ দেওয়ার দাবি জানিয়েছেন। শহীদদের সনদ দেওয়ার বিষয়টি সহজ হলেও যোদ্ধাদের সনদ দেওয়ার বিষয়টা অনেকটাই জটিল।’

‎শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ শেষে উপদেষ্টা পৃথক দুই শহীদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতা-কর্মী ও স্থানীয়রা।

‎উল্লেখ্য, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া ও সানজিদ হোসেন মৃধা। ৭ আগস্ট আজকের পত্রিকায় নাফিসা হোসেন মারওয়াকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়, যা জুলাই ফাউন্ডেশনের নজরে আসে। ‎

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও জনতার দলের প্রতিনিধিকে জরিমানা

শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন সহযোগীরা

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩