হোম > সারা দেশ > গাজীপুর

ডিজিটাল ইউনিভার্সিটির নাম আবার বদলাচ্ছে

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম আরেক দফা পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবির মুখে নাম পরিবর্তন করতে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে আন্তমন্ত্রণালয় কমিটি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি স্থাপনা থেকে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের নাম প্রথমবার পরিবর্তন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর পরিবর্তে জেলার নামে নামকরণ হয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। কিন্তু নাম আবার পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ দাবিতে তাঁরা শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপিও দেন। ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নতুন নামের সঙ্গে জেলার নাম গাজীপুর শব্দ জুড়ে দেওয়ায় বিশ্ববিদ্যালয়টির নামকরণ বৈশ্বিক প্রেক্ষাপটে স্বীকৃতিতে অসুবিধাজনক হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ১৯ মে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সেখানে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সুপারিশসহ নতুন করে চারটি নাম ঠিক করে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্স টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এই চারটির মধ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ নামকরণ করা যেতে পারে বলে মত দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এরপর গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন সংশোধন করতে নতুন খসড়া করেছে এই বিভাগ। আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটি ২৬ জুন খসড়াটি অনুমোদন করেছে। উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন করলে বিশ্ববিদ্যালয়টির নাম দ্বিতীয়বারের মতো পরিবর্তন হবে।

২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তৎকালীন সরকার। লক্ষ্য ছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে সংগতি রেখে দেশে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, নতুন প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক জ্ঞান চর্চার মাধ্যমে জাতীয় জীবনের উৎকর্ষ সাধন।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ