হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে বাসাবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার–টাকাসহ মালপত্র লুট

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকায় বাসাবাড়িতে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরাব এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার আবুল কালাম আজাদের বসতবাড়িতে ডাকাতি হয়।

মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরা পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল সেখানে হানা দেয়। তারা ওই বাড়ির সামনের গেট ভেঙে ভেতরে ঢোকে। আবুল কালাম ও তাঁর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। পরে তারা আড়াই ভরি সোনা, ২৫ হাজার টাকা, দুটি মোবাইলসহ বিভিন্ন মালপত্র লুট করে। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাতেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আজ বুধবার সকালে আবুল কালাম আজাদ বলেন, ‘মুখোশ পরা ডাকাতেরা বাড়ির সামনের গেট ভেঙে ভেতর ঢোকে। তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র লুট করে।’

গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকায় বাসাবাড়িতে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশ পৌঁছানোর আগে ডাকাত দল পালিয়ে যায়। তাদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি