হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে বাসাবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার–টাকাসহ মালপত্র লুট

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকায় বাসাবাড়িতে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরাব এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার আবুল কালাম আজাদের বসতবাড়িতে ডাকাতি হয়।

মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরা পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল সেখানে হানা দেয়। তারা ওই বাড়ির সামনের গেট ভেঙে ভেতরে ঢোকে। আবুল কালাম ও তাঁর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। পরে তারা আড়াই ভরি সোনা, ২৫ হাজার টাকা, দুটি মোবাইলসহ বিভিন্ন মালপত্র লুট করে। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাতেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আজ বুধবার সকালে আবুল কালাম আজাদ বলেন, ‘মুখোশ পরা ডাকাতেরা বাড়ির সামনের গেট ভেঙে ভেতর ঢোকে। তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র লুট করে।’

গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের বরাব এলাকায় বাসাবাড়িতে ডাকাতি হয়। ছবি: আজকের পত্রিকা

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশ পৌঁছানোর আগে ডাকাত দল পালিয়ে যায়। তাদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা