হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমায় মোনাজাতে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ ১১ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা আজ ইজতেমায় আখেরি মোনাজাতে অংশে নিতে ময়দানের দিকে যাচ্ছিলেন।

এ ঘটনায় নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ফিরোজ (৫০), জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান ৪২), বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। ওসি বলেন, আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে অটোরিকশাযোগে ওই দুই মুসল্লি ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অন্তত ১১ জন আহত হন। তাঁদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহত দুজনের নাম-পরিচয় বা তাঁদের আত্মীয়স্বজনের খোঁজ পাওয়া যায়নি।’ পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে বলে তিনি জানান।

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার