হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছাদ থেকে পড়ে বশির আহম্মেদ রিপন (৫৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রিপন ওই মার্কেট এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে নিজ বাড়ির পাঁচতলা ভবনের ছাদে ওঠেন বশির। এ সময় হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। বশির মাদকদ্রব্য সেবন করতেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বশিরের ভাই রাসেল নবী বলেন, ‘আমার ভাই মাদক সেবন করতেন। তাঁকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসে ফের মাদক সেবন করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন।’

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেন, বশিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথার কিছুটা অংশ থেঁতলে গেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যদের ডেকেছি। তাঁরা লিখিত আবেদন করতে চাইছেন। সিদ্ধান্ত হলে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হতে পারে।’

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা