হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে চলন্ত বাস থেকে নারীকে ফেলে হত্যার ঘটনায় মামলা

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে এক নারী শ্রমিককে রাস্তায় ফেলে চাকায় পিষে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তাকওয়া পরিবহনের অজ্ঞাতনামা বাসচালক ও চালকের সহকারীর বিরুদ্ধে এ মামলা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, আজ শনিবার সকালে শ্রীপুর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত পোশাকশ্রমিকের বড় ভাই জহিরুল ইসলাম অলি। 

নিহত নারী পোশাকশ্রমিক চম্পা (৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তিনি শ্রীপুর উপজেলার পৌর এলাকার স্থানীয় হ্যামস্ নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। 

মামলার বাদী জহিরুল ইসলাম অলি বলেন, ‘আমি মামলা করেছি। পুলিশ অপরাধীদের খুঁজে বের করবে বলে আশা করি।’ 

ওসি কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল ইসলাম অলি অজ্ঞাতনামা বাসচালক ও চালকের সহকারীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই বাসচালক ও চালকের সহকারীকে শনাক্ত করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। 

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক নারী শ্রমিককে ফেলে দেওয়া হয়। এরপর তাঁর ওপর দিয়ে চলে যায় তাকওয়া পরিবহনের বাসটি।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি