হোম > সারা দেশ > গাজীপুর

যুবলীগ নেতার অফিস থেকে হেরোইনসহ মাদক কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির ব্যক্তিগত অফিস থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় সেখান থেকে আরও চারজনকে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবলীগ নেতা আজিজুল হক মাসুম। 

মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের বিষয়টি আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান। এর আগে, গতকাল রোববার গভীর রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। 

গ্রেপ্তার এনামুল ভূঁইয়া (৪০) উত্তর খৈকড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, এলাকায় তিনি মাদক কারবারি হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। 

আটক রাসেলের (২৫) বাড়ি কালীগঞ্জ পৌর এলাকায়, হারিসুল ইসলামের (২১) বাড়ি তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামে, হিরন খাঁ (২৫) বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের বাসিন্দা ও ছানাউল্লাহ (৬০) একই ইউনিয়নের উত্তর রাজনগর এলাকার বাসিন্দা। তাঁদেরকে প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমের ব্যক্তিগত অফিসে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক করতে পারলেও যুবলীগ নেতা মাসুমসহ আরও কয়েকজন পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে এনামুলের কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। 

এ বিষয়ে জানতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমকে একাধিকবার ফোন দেওয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

এসআই জানান, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এনামুলকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি চারজনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২