হোম > সারা দেশ > গাজীপুর

বিএনপির নেতা-কর্মীদের বাড়ি তল্লাশির অভিযোগ, গ্রেপ্তার ৭

রাজধানী ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম অভিযোগ করে বলেন, বিনা কারণে গতকাল রাতভর উপজেলা বিভিন্ন ইউনিয়ন তল্লাশি চালিয়ে সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ছাড়া আরও দুজন নেতা-কর্মী গ্রেপ্তার রয়েছে বলে দাবি করেন মোহাম্মদ আক্তারুল আলম। তিনি জানান, বিএনপির ২৮ অক্টোবর সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পুলিশের এ ধরপাকড় করছে।

আটক নেতা-কর্মীরা হলেন তেলিহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (৩৫), গাজীপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি সুমন আকন (৪৩), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সুজন মন্ডল, শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন (৪৫) এবং পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহ্ আলম (২৫)। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি