হোম > সারা দেশ > গাজীপুর

বিএনপির নেতা-কর্মীদের বাড়ি তল্লাশির অভিযোগ, গ্রেপ্তার ৭

রাজধানী ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম অভিযোগ করে বলেন, বিনা কারণে গতকাল রাতভর উপজেলা বিভিন্ন ইউনিয়ন তল্লাশি চালিয়ে সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ছাড়া আরও দুজন নেতা-কর্মী গ্রেপ্তার রয়েছে বলে দাবি করেন মোহাম্মদ আক্তারুল আলম। তিনি জানান, বিএনপির ২৮ অক্টোবর সমাবেশে যোগ দেওয়া ঠেকাতে পুলিশের এ ধরপাকড় করছে।

আটক নেতা-কর্মীরা হলেন তেলিহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (৩৫), গাজীপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি সুমন আকন (৪৩), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সুজন মন্ডল, শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন (৪৫) এবং পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহ্ আলম (২৫)। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা