হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী উড়াল সেতুতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসচালকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী চেরাগ আলী অংশে এ দুর্ঘটনা ঘটে।

‎আহতরা হলেন আব্দুর রহিম (২০), সেফালী (৪০), মাজেদুর রহমান (৩২), নুরুননাহার (৪০), আব্দুর রহমান (৪০), তানজিলা আক্তার (৩০), জেসমিন আক্তার (২৪) ও বাকের হোসেন (২০)। আহত অন্য যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।

‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী নবাব সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী সোনিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটো সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

‎এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, ‘আটকে যাওয়া এক চালককে বাসের একটি অংশ কেটে বের করতে হয়েছে। বাস দুটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি