হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কুটিরশিল্প মেলার নামে জুয়া, বন্ধ করল পুলিশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার রাতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলা নামে জুয়ার আসর বন্ধ করে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলার নামে চলা জুয়া খেলার আসর বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইনে ‘নামে কুটিরশিল্প মেলা, আড়ালে চলছে জুয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে হস্ত ও কুটিরশিল্প মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করে বেশি লাভের লোভ দেখিয়ে মেলার বাইরে জেলাব্যাপী টিকিট বিক্রি করা হচ্ছিল, যা জুয়ার শামিল। এ কারণে মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে শর্ত ভঙ্গের কারণে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

সালাহউদ্দিন আরও বলেন, ‘মেলায় টিকিটের মাধ্যমে জুয়া আইন অনুযায়ী জুয়ার আলামত পাওয়া গেছে। আমরা মনে করি, এটি অনৈতিক ও আইনবিরোধী, তাই আমরা মেলাটি বন্ধ করে দিচ্ছি।’

গত ১৮ এপ্রিল এই মেলা শুরু হয়। হস্ত ও কুটিরশিল্পের মেলা নাম দেওয়া হলেও এখানে হস্ত ও কুটিরশিল্পের পণ্য বিক্রির কোনো দোকান বা স্টল স্থাপন করা হয়নি। আকর্ষণীয় পুরস্কারের লোভ দেখিয়ে লটারির টিকিট বিক্রি করে আয়োজকেরা টাকা আয় করছিলেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, ‘মেলার আড়ালে লটারির মাধ্যমে জুয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। পত্রিকায় নিউজ দেখার পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরাও বিষয়টি সম্পর্কে খোঁজ নিই। পরে মেলাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।’

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার