হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে পোশাককর্মীকে কুপিয়ে ছিনতাই, আটক ৩

গাজীপুরের শ্রীপুরে এক পোশাককর্মীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর-রাজাবাড়ী আঞ্চলিক সড়কের লোহাগাছ এলাকা থেকে তাঁদের আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক তিনজন হলেন উপজেলার ভাঙনাহাটি গ্রামের মাসুদ (২০), হিমেল (১৮) ও মুন্না (১৮)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শ্রীপুর-রাজাবাড়ী আঞ্চলিক সড়কের নির্জন এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে পোশাককর্মী শরিফ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলাটি করেন।

স্থানীয়রা জানান, উপজেলার শ্রীপুর-রাজাবাড়ী আঞ্চলিক সড়কের নির্জন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পোশাককর্মী শরীফ ছিনতাইকারীদের হামলার শিকার হন। এ সময় স্থানীয়রা টের পেয়ে ছিনতাই করা মোবাইল ফোন, মানিব্যাগসহ ওই তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করে। ওই স্থানে সন্ধ্যার পর প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা পথচারীদের অটোরিকশা, মোটরসাইকেল আটকে মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে পোশাককর্মীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব