হোম > সারা দেশ > গাজীপুর

লাখ টাকার জাল নোট বিক্রি হতো ১৫ হাজারে, চক্রের ২ সদস্য আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের গাছা এলাকা থেকে জাল টাকাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে গাজীপুর মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামের শিবলু (৩৯) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকার রাকিবুল হাসান (২৭)।

এ সময় আটক দুজনের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক শিবলুর স্ত্রী মিনারা ও সহযোগী আনিসসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

আজ সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল রোববার রাত দেড়টার দিকে নগরীর উত্তর খাইলকুর এলাকার একটি ছয়তলা বাড়িতে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ। পরে ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজারে জাল নোটগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ১ লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বেচাকেনা করত তারা। একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা রয়েছে। আজ তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা করা হয়েছে। আজ সোমবার আদালতে তাদের রিমান্ড চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুর রহমান, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রমুখ।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি