হোম > সারা দেশ > গাজীপুর

লাখ টাকার জাল নোট বিক্রি হতো ১৫ হাজারে, চক্রের ২ সদস্য আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের গাছা এলাকা থেকে জাল টাকাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে গাজীপুর মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামের শিবলু (৩৯) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকার রাকিবুল হাসান (২৭)।

এ সময় আটক দুজনের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক শিবলুর স্ত্রী মিনারা ও সহযোগী আনিসসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

আজ সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল রোববার রাত দেড়টার দিকে নগরীর উত্তর খাইলকুর এলাকার একটি ছয়তলা বাড়িতে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ। পরে ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজারে জাল নোটগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ১ লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বেচাকেনা করত তারা। একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা রয়েছে। আজ তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা করা হয়েছে। আজ সোমবার আদালতে তাদের রিমান্ড চাওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুর রহমান, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রমুখ।

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু