হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আ.লীগ, ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মোফাজ্জল হক। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন (৩২) ও শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মোফাজ্জল হককে (৫৬) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, দক্ষিণখানের আশকোনার সিটি কমপ্লেক্স থেকে গত শনিবার মধ্যরাতে দেলোয়ার হোসেনকে এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে মোফাজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে।

অপরদিকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ারকে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গত ৫ আগস্ট শ্রীপুরের মাওনা ফ্লাইওভারের উত্তর পাশে (ওয়াপদা রোডে) মাসুম বিল্লাহ নামের এক পোশাকশ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর মা মোর্শেদা বেগম বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ৩৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির এজাহারভুক্ত আসামি মোফাজ্জল।

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত