হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে আ.লীগ, ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মোফাজ্জল হক। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন (৩২) ও শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মোফাজ্জল হককে (৫৬) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, দক্ষিণখানের আশকোনার সিটি কমপ্লেক্স থেকে গত শনিবার মধ্যরাতে দেলোয়ার হোসেনকে এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে মোফাজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে।

অপরদিকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ারকে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গত ৫ আগস্ট শ্রীপুরের মাওনা ফ্লাইওভারের উত্তর পাশে (ওয়াপদা রোডে) মাসুম বিল্লাহ নামের এক পোশাকশ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর মা মোর্শেদা বেগম বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ৩৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির এজাহারভুক্ত আসামি মোফাজ্জল।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি