গাজীপুরের কাপাসিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা বারিষাব ইউনিয়নের দামুয়ার চালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম সাকিল হান্নান (৮)। সে উপজেলা বারিষাব ইউনিয়নের দামুয়ার চালা গ্রামের আ. ছাতার মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে ৭-৮ শিশু মিলে পুকুরে গোসল করতে নামে। এ সময় সাকিল পুকুরে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা শিশুরা পরিবারের লোকজনকে খবর দিতে যায়। ততক্ষণে সাকিলের মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুবকর মিয়া জানান, সাঁতার না জানার কারণে সাকিল নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।