হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে ৩ মুদি দোকান

গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়েছে তিন মুদি দোকান। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন চকপাড়া গ্রামের জসিম উদ্দিন, রতন মিয়া ও মোশারফ হোসেন খান।

স্থানীয় বাসিন্দা মো. মাহফুজুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মোশারফ হোসেন খানের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর একই সারির জসিম উদ্দিন ও রতন মিয়ার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানিরা সকালে এসে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তিনটি দোকানের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানি জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এই দোকান চালিয়ে চলত আমার সংসার। আজ আগুনে আমার শেষ সম্বলটুকু শেষ হয়ে গেল।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে পরে জানা যাবে।

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু