হোম > সারা দেশ > গাজীপুর

‘গাজীপুর-১ আসনে আমিই বিএনপির সবচেয়ে বড় নেতা’

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নিজেকে গাজীপুর-১ আসনে বিএনপির সবচেয়ে বড় নেতা দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার চেয়ে বড় নেতা কালিয়াকৈরসহ এই আসনে আর কে আছে, আমি তো দেখি না। আমিই এই আসনের সবচেয়ে বড় বিএনপির নেতা।’ 

আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে একটি চায়নিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় লিখিত বক্তব্যে শওকত হোসেন বলেন, ‘বর্তমান বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, মৌলিক মানবিক অধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। মতপ্রকাশের স্বাধীনতা বহু আগেই কেড়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান, ড. ইউনূসসহ বহু মানুষ আজ বিচারিক হয়রানির শিকার হচ্ছেন। অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় কিংবা অপচিকিৎসায় মারা যাচ্ছেন। এর বাইরে গুম-খুন, হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন কিংবা সংসদীয় আসনে দল আমাকে যেখানে মনোনয়ন দেবে আমি সেখানেই নির্বাচন করব। আমি নির্বাচনমুখী নেতা। এ ক্ষেত্রে দল আমাকে নিরাশ করবে না।’ 

গত ১১ জুন মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তিন মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে চলমান এক দফা আন্দোলন এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুস সালাম শামীম, সাবেক গণমাধ্যমবিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা প্রমুখ।

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য