গাজীপুরের শ্রীপুরে অবরোধবিরোধী মিছিল শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে থাকা বিএনপির সভানেত্রী ও তারেক রহমানের ছবিসহ শতাধিক প্লাস্টিকের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ছাড়া অফিসের সব কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে এলোমেলো করে যায়।
সরেজমিনে দেখা যায়, বিএনপির দলীয় কার্যালয়ের অফিসে শতাধিক প্লাস্টিকের চেয়ার ভেঙেচুরে ফেলে রাখা হয়েছে। এলোপাতাড়িভাবে পড়ে রয়েছে টেবিলের ভাঙা গ্লাস। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মাটিতে পড়ে রয়েছে। বড় একটি টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে রাখা হয়েছে। সমস্ত কাগজপত্র ছড়ানো-ছিটানো রয়েছে। অফিসের বড় দুটি কাঠের চেয়ার ভেঙে বাইরে ফেলে রাখা আছে।
এ বিষয়ে জানতে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেনি।
তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাজারে মিছিল করেছি। বিএনপির দলীয় কার্যালয় কে বা কারা ভাঙচুর করছে এ বিষয়ে বলতে পারব না। বিএনপির অভিযোগ মিথ্যা।’
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল শেষে টেংরা বাজারের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে অফিসের সব কাগজপত্র ছিঁড়ে ছিটিয়ে এলোমেলো করে ফেলে দেয়। অফিসের পিয়নকে ওরা মারধর করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশকে অবহিত করেনি।