হোম > সারা দেশ > গাজীপুর

তালা ভেঙে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ 

গাজীপুরের শ্রীপুরে অবরোধবিরোধী মিছিল শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে এ ঘটনা ঘটে। 

এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে থাকা বিএনপির সভানেত্রী ও তারেক রহমানের ছবিসহ শতাধিক প্লাস্টিকের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ছাড়া অফিসের সব কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে এলোমেলো করে যায়। 

সরেজমিনে দেখা যায়, বিএনপির দলীয় কার্যালয়ের অফিসে শতাধিক প্লাস্টিকের চেয়ার ভেঙেচুরে ফেলে রাখা হয়েছে। এলোপাতাড়িভাবে পড়ে রয়েছে টেবিলের ভাঙা গ্লাস। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মাটিতে পড়ে রয়েছে। বড় একটি টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে রাখা হয়েছে। সমস্ত কাগজপত্র ছড়ানো-ছিটানো রয়েছে। অফিসের বড় দুটি কাঠের চেয়ার ভেঙে বাইরে ফেলে রাখা আছে। 

দলীয় কার্যালয়ের পিয়ন সজল আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে আওয়ামী লীগের বড় একটি মিছিল শেষে নেতা-কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে এলোপাতাড়ি ভাঙচুর চালায়। এ সময় আমি ভাঙচুরে বাধা দিলে ওরা আমাকে এলোপাতাড়ি চরথাপ্পড় ও লাথি মেরে সরিয়ে দেয়। তাতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাদের একজন লোক ভিডিও ধারণ করতে গেলে তাঁর মোবাইল ফোন কেড়ে নেয়। অফিসের সমস্ত কিছু ভাঙচুর করেছে ওরা।’ 

এ বিষয়ে জানতে তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেনি। 

তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাজারে মিছিল করেছি। বিএনপির দলীয় কার্যালয় কে বা কারা ভাঙচুর করছে এ বিষয়ে বলতে পারব না। বিএনপির অভিযোগ মিথ্যা।’

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল শেষে টেংরা বাজারের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে অফিসের সব কাগজপত্র ছিঁড়ে ছিটিয়ে এলোমেলো করে ফেলে দেয়। অফিসের পিয়নকে ওরা মারধর করেছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশকে অবহিত করেনি।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ