হোম > সারা দেশ > গাজীপুর

বেতন বৃদ্ধির দাবিতে আজও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় নবম দিনের মতো বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার বিক্ষোভ চলাকালে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রুয়া ফ্যাশন নামের একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। 

সকাল ৯টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে কারখানা ভাঙচুর করায় নিরাপত্তা বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ বুধবারের জন্য ছুটি ঘোষণা করে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুয়া ফ্যাশন গার্মেন্টসের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানায় ভাঙচুর করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ তৈরি করলে শিল্প পুলিশ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করে। তাঁরা মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকেরা উত্তেজিত হয়ে ভোগড়া এলাকায় একটি কারখানায় ভাঙচুর চালান এবং পরে মহাসড়কে অবস্থান নেন। আমরা প্রথমে তাঁদের অনুরোধ করে মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলেও তাঁরা না মানায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সরিয়ে দেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ