হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরের কারাবন্দী শ্রমিক লীগ নেতার হাসপাতালে মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শেখ জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের কারাবন্দী শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জহির শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে বুকে ব্যথা অনুভব করলে জহিরকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বিকেল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। জহির ডায়াবেটিস ও হৃদ্‌রোগে ভুগছিলেন বলে দাবি করেন জেল সুপার।

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে ও শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম গত ৯ আগস্ট শ্রীপুর থানায় হওয়া একটি মামলায় ৫ ডিসেম্বর গ্রেপ্তার হন।

জহিরুলের বাবা মজিবুর রহমান বলেন, ‘গত ৫ ডিসেম্বর রাতে আমার ছেলেকে শ্রীপুর থানা-পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ থানায় নিয়ে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর থেকে সে গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিল।’

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ বলেন, ‘বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। আমরা ধারণা করছি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি