হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরের কারাবন্দী শ্রমিক লীগ নেতার হাসপাতালে মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শেখ জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের কারাবন্দী শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জহির শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে বুকে ব্যথা অনুভব করলে জহিরকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বিকেল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। জহির ডায়াবেটিস ও হৃদ্‌রোগে ভুগছিলেন বলে দাবি করেন জেল সুপার।

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে ও শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম গত ৯ আগস্ট শ্রীপুর থানায় হওয়া একটি মামলায় ৫ ডিসেম্বর গ্রেপ্তার হন।

জহিরুলের বাবা মজিবুর রহমান বলেন, ‘গত ৫ ডিসেম্বর রাতে আমার ছেলেকে শ্রীপুর থানা-পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ থানায় নিয়ে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর থেকে সে গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিল।’

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ বলেন, ‘বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। আমরা ধারণা করছি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা