হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে পানি পান করতে গিয়ে অটোচাপায় প্রাণ গেল শিশুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে নানির সঙ্গে বাজারে গিয়েছিল ছয় বছরের শিশু সামিয়া। মরিচ গুঁড়ো করানোর জন্য নাতনিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন বৃদ্ধা। কিন্তু বাজারে বসে শিশুটির পানির পিপাসা পায়। তবে তার আর পানি পান করা হয়নি। দৌড়ে সড়কের ওপারে যাওয়ার সময় অটোরিকশার চাপায় প্রাণ হারায় সামিয়া।

আজ শুক্রবার রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বরমী-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের গোসিঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সামিয়া উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্ৰামের আব্দুস সাত্তারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। সামিয়ার বাবা আব্দুস সাত্তার দুই বছর ধরে গোসিঙ্গা এলাকায় থাকেন।

শিশুটির এক আত্মীয় আলী নেওয়াজ বলেন, সামিয়াকে নিয়ে তার নানি পাশের গোসিঙ্গা বাজারে মরিচ গুঁড়ো করতে যান। তিনি সড়কের পাশে একটি দোকানে মরিচ গুঁড়ো করাচ্ছিলেন। হঠাৎ সামিয়ার পানি পিপাসা পায়। সে পানি পান করতে সড়কের অপর প্রান্তে যাওয়ার জন্য দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। অটোরিকশাটি শিশুটিকে কিছু দূর টেনেহিঁচড়ে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, অটোরিকশার চাপায় শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তার স্বজনদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ