হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নয়ন মৃধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা হত্যা মামলায় প্রধান আসামি সাদ্দামকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সাদ্দাম গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সুলতান মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও ৪৫০ টাকা জব্দ করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপারেশন অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এসব তথ্য জানান। 
 
সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ১০ জানুয়ারি ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় একটি দোকানের সামনে অজ্ঞাত দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে আসে। এ সময় তারা নয়ন মৃধাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পর নয়নের চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান শামীম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অজ্ঞাতপরিচয়ে দুজন ছিনতাইকারীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার সূত্র ধরে গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে র‍্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার টঙ্গী পশ্চিম থানার পুলিশে হস্তান্তর করা হবে।

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ