হোম > সারা দেশ > গাজীপুর

১৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর সালনায় নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকার ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার ভোররাত ৪টার দিকে লাইন ঠিক হওয়ার পর দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে।

এর আগে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল রুটে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তার পর থেকে দেশের উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলরুটে গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। গেল রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়। পরে রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে।

গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি গতকাল বেলা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শুরু করে। আজ ভোর ৪টার পর উদ্ধার ও রেলরুটের মেরামতকাজ শেষ হলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই