হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতির মৃত্যু

গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন আহমদ (৭৩) ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হারিছ উদ্দিনের ছোট ভাই শ্রীপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. রমিজ উদ্দিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারিছ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

অ্যাডভোকেট হারিছ উদ্দিন জেলার শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। সর্বশেষ গাজীপুর জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি একাধারে কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক, গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

অ্যাডভোকেট হারিছ উদ্দিনের মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি