হোম > সারা দেশ > গাজীপুর

হাফ ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে কলেজছাত্রকে ‘হত্যা’

গাজীপুর প্রতিনিধি

নিহত ছাত্র সিয়াম। ছবি: সংগৃহীত

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের সহকারীর (হেলপার) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৯)। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে সিয়াম চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে চান্দনা চৌরাস্তা থেকে মাস্টারবাড়ীর উদ্দেশে উঠেছিলেন। পথে হাফ ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মহাসড়কে পড়ে গেলে বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি জব্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহতের লাশ থানায় আনা হয়। পরে স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট