হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে আঞ্চলিক সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের লক্ষ করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় ঈদের ছুটি বৃদ্ধি ও কয়েক কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কারখানায় দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।

সোমবার (১৯ মে) সকাল ৮টা থেকে কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় শ্রমিকেরা এই আন্দোলন করেন। পরে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্ব মৌচাক এলাকার জালো নিটিং লিমিটেড কারখানার শ্রমিকেরা ঈদের ছুটি ১২ দিন এবং কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে গতকাল রোববার সকাল থেকে বিক্ষোভ শুরু করে। ওই দিন শ্রমিকেরা কিছু সময় আন্দোলন করে ফিরে যান। আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানার সামনে বন্ধের নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে।

নোটিশে লেখা রয়েছে, ‘জালো নিটিং লিমিটেডের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১৯ থেকে ২০ মে মঙ্গলবার পর্যন্ত দুই দিন স্ববেতনে সাধারণ ছুটি হিসেবে কারখানা বন্ধ থাকবে। আগামী ২১ মে হতে কারখানার কার্যক্রম যথারীতি চলবে।’

কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে সকাল ৮টা থেকে শ্রমিকেরা মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ওই সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে যাতায়াতকারীরা। খবর পেয়ে সকাল ৯টার দিকে শিল্প, থানা-পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। এরপরেও শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে সকাল পৌনে ১০টা থেকে ওই আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সেলিম বলেন, শ্রমিকেরা ছুটি বৃদ্ধি ও কয়েক কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন এবং মৌচাক ফুলবাড়িয়া সড়কে অবরোধ সৃষ্টি করেন। পরে তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি