হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাক শ্রমিকদের উস্কানি: নারীসহ ৭ জন কারাগারে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ও কারখানা ভাঙচুরের চেষ্টার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার মহানগরীর ভোগরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–জয়পুরহাটের কালাই থানার উদাইপুর গ্রামের হাসনা আক্তার (২৪), শেরপুর সদরের চরমাতবাড়ী নয়ানি পাড়া এলাকার সাজেদা বেগম (২৮), রংপুরের পীরগঞ্জ মির্জাপুর গ্রামের মেঘলা আক্তার (৩০), জয়পুরহাট সদরের ধানসিঁড়া গ্রামের আব্দুল মমিন (২২), খাগড়াছড়ির পানছড়ি থানার ইসলামপুর গ্রামের রাকিব হোসেন (২৩), বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের মাসুম আলী শেখ (২১) ও ময়মনসিংহের ফুলবাড়ী থানার মো. রায়হান (২৪)। 

খোঁজ নিয়ে জানা যায়, এদিন সকালে অভিযুক্তরা ভোগরা এলাকার বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বাইরে এসে আন্দোলনের যোগ দেওয়ার জন্য উসকানি দিচ্ছিল। এ সময় তারা কয়েকটি কারখানা ইট–পাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ও সেনা সদস্যরা সাতজনকে আটক করে। 

পরে স্থানীয় সানকোয়াং কারখানার মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক বাদী হয়ে ভাঙচুর ও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে বাসন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। তাদের এই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ওসি মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিভিন্ন কারখানায় অসন্তোষ সৃষ্টি ও ভাঙচুরের চেষ্টা করছিল। তাদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট