হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় আগুনে পুড়ল বাড়ি ও দোকান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া এলাকায় আগুনে ২টি বসতঘর, ১টি মুদি দোকান, ২টি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়েছেন একজন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিংগুয়া পূর্বপাড়া মফিজ উদ্দিন মোড়লের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের। 

ক্ষতিগ্রস্ত মো. মফিজ উদ্দিন মোড়ল আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন কীভাবে লাগছে তা জানি না, তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে জমির দলিল পত্র, ব্যাংক থেকে উঠানো ১ লাখ টাকা, টিভি, ফ্রিজ, ফার্নিচারসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

স্থানীয় বাসিন্দা সুমন উজজামান মোড়ল জানান, ‘আগুন মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায় এবং নরসিংদীর মনোহরদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। একই সঙ্গে কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনেও খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই তিনটি ঘরের আসবাবপত্র ও মুদি দোকানের সব মাল, সিএনজি চালিত ২টি অটোরিকশা পুড়ে যায়।’ 

মনোহরদী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে তাৎক্ষণিক পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুনে মুদি দোকান, বসত ঘরের আসবাবপত্র এবং সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। এ সময় মো. আলী হোসেন (২২) নামের এক যুবক আহত হয়েছেন।’ 

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা