হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বাড়ির বারান্দায় নারী শ্রমিকের ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

গাজীপুরের শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে জাহানারা বেগম নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি গ্রামের ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

জাহানারা বেগম (২৩) রাঙামাটি জেলার বুড়িঘাট থানার ইসলামপুর গ্রামের আবুল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার জনৈক পারভিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার পর থেকে পলাতক। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম মিয়া জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ওই নারী গলায় রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে আজ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ‘ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্‌ঘাটন করা হবে।’ 

রাকিবুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘খবর পেয়ে আমরা এসে দেখি ওই নারী ঝুলন্ত অবস্থায়। তখন তাঁর পা মাটির সঙ্গে লেগে আছে। এটা দেখে মনে হচ্ছে মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তা ছাড়া ওর স্বামী পলাতক রয়েছে।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা