হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে দুটি কারখানার সহস্রাধিক শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। রাত দশটার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। রাত দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছে কারখানার শ্রমিকেরা। এতে সড়কের দুপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

আজ ১৭ সেপ্টেম্বর রোববার রাত দশটার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার ইয়াসমিন স্পিনিং মিলস্ লিমিটেড নামে সুতা তৈরির কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে রাত সাড়ে ১০টার দিকে একই গ্রুপের তালহা স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিকেরা অবরোধ শুরু করে।

ইয়াসমিন স্পিনিং মিলস্ লিমিটেডের নারী শ্রমিক কুলসুম আক্তার অভিযোগ করেন, প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু আজ মাসের ১৭ তারিখ চলে গেলেও মালিক পক্ষ বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করছে। আমাদেরকে আজ নয় কাল এমন করে এক সপ্তাহ যাবৎ ঘুরাচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তা নেমে এসেছি।

একই কারখানার শ্রমিক শিখা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘এত রাতে আমরা কি এমনিতেই রাস্তায় নেমে এসেছি। পেটের ক্ষুধার রাস্তায় আসছি। বাকি দেওয়া বন্ধ করেছে দোকানিরা। বাড়ির মালিক বাড়ি ছাড়তে চাপ দিচ্ছে। কারখানা কর্তৃপক্ষ আজ নয় কাল এভাবে শুধু শুধু ঘুরাচ্ছে।’

একই কারখানার রিং সেকশনের শ্রমিক আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাধ্য হয়ে রাস্তা নেমে এসেছি। বেতনভাতা না পেলে রাত আর দিন আমাদের কাছে সমান। রাতদিনের মধ্যে আমাদের পার্থক্য নেই। কারখানা কর্তৃপক্ষ আমাদের উপর গরম পানি স্পে করছে। তবুও আমরা রাস্তা ছেড়ে যাবো না।’

ইয়াসমিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাইদুর রহমান সোহাগ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সব সময় নিয়মিত বেতন পরিশোধ করে থাকি। এমাসে একটু সমস্যা হয়েছে। এখন এর চেয়ে বেশি বলতে পারব না।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়ক অবরোধের কারণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে কষ্ট হচ্ছে। হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও জেলা পুলিশের একাধিক সদস্য সড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা