গাজীপুরের কালিয়াকৈরে শালবনের ভেতর থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর বিন্নার চালা এলাকায় তাঁর লাশটি পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, চাঁপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর বিন্নার চালা ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে শালবনের ভেতর এক যুবকের লাশ পড়ে ছিল। তাঁর পরনে জিনসের প্যান্ট ও খয়েরি রঙের টি-শার্ট ছিল। স্থানীয় লোকজন তাঁকে চিনতে পারছেন না। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁর লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।