হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

উদ্ধার হওয়া ধারালো ছুরি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষক ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ সময় পেটের নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের গুজারমোড় এলাকায় ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন—স্থানীয় কৃষক মোসলেম উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. নাজমুল ইসলাম (২৮)। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা আল আমিন (২৫), ফেরদৌস (২৭) ও রাকিব (৩৫)।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মোমেনুল কাদের জানান, বৃহস্পতিবার দুপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। মোসলেম উদ্দিনের জমি তুলনামূলক উঁচু হওয়ায় সেখানকার জমে থাকা পানি পাশের জমিতে গিয়ে পড়ে। এ নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় কৃষকেরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু এর জেরে রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা মোসলেম উদ্দিন ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রাস্তায় এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে অভিযুক্ত আল আমিন ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন। এতে মোসলেম ও নাজমুলের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নাজমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার